বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলো রাবি’র টিএসসি

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তন বিশ্ববিদ্যালয়ের  ছাত্র শিক্ষকদের সাংস্কৃতিক অনুষ্ঠানাদির জন্য উন্মূক্ত করে দেয়া হয়েছে। শুক্রবার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে মিলনায়তনটি উন্মুক্ত ঘোষণা করা হয়।
টিএসসিসির পরিচালক প্রফেসর টি এম নূরুল মোদ্দাসের চৌধুরীর সঞ্চালনায় এ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও পতœী, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সপত্নীক অভিজিৎ চট্টোপাধ্যায়, ছাত্র উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দফতরের প্রশাসক মো. মশিহুর রহমান প্রমুখ। ভিসি বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু পড়ালেখা, গবেষণা ও খেলাধুলার জন্য নয়; সাংস্কৃতিক অঙ্গনসহ সকল ক্ষেত্রে অগ্রসর হয়েছে। নিজে একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে বলতে পারি শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার এক বিশাল সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে উপনীত হয়েছে বিশ্ববিদ্যালয়টি। এখন থেকে সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার সাংস্কৃতিক কেন্দ্রটি ছাত্র শিক্ষক সবার জন্য উন্মূক্ত হলো। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহীনির গুলিতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ সুখরঞ্জন সমাদ্দার সম্পর্কে তিনি বলেন, ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে শহীদদের স্মৃতি রক্ষা করা দায়িত্ব নয় মাত্র। তাদের স্মৃতি ধরে রাখা এবং তার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’ প্রসঙ্গত, ১৯৮৯ সালে টিএসসিসি ভবনের জন্য একটি নকশা তৈরি করে নেওয়া হলেও যাচাই বাছাই না করেই বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন পানির ট্যাঙ্কের পাশে ১৯৯১ সালের ১৩ জানুয়ারি ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু নির্মাণ ত্রুটির কারণে ভবনের ছাদের কাঠামো ভেঙে পড়ে। সর্বশেষ ২০১৩ সালে পুনরায় নিমাণ কাজ শুরু করে বর্তমান প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি সবার জন্য উন্মূক্ত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।

অনলাইন আপডেট

আর্কাইভ