বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

ব্লগার অভিজিৎ হত্যা প্রতিবেদনের সময় ফের পেছালো

স্টাফ রিপোর্টার : লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আবারও পিছিয়ে গেছে। আগামী ১৯ জানুয়ারি প্রতিবেদন দেয়ার নতুন সময় ঠিক হয়েছে। গতকাল সোমবার এ তদন্ত প্রতিবেদন দেয়ার দিন থাকলেও তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান তা দিতে পারেননি।
পরে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু নতুন তারিখ ঠিক করে দেন বলে আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, এ নিয়ে ১৪ বার তারিখ পেছলো তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য।
যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিৎ রায় ছিলেন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। গত বছর বইমেলা চলাকালে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে দেশে ফিরে ২৬ ফেব্রুয়ারি খুন হন তিনি। বইমেলা থেকে ফেরার পথে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন অভিজিৎ। তার স্ত্রী বন্যাও সন্ত্রাসীর চাপাতির আঘাতে আঙুল হারান। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
নথিপত্র থেকে জানা যায়, মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার সাতজন কারাগারে আছেন। এরা হলেন- মো. তৌহিদুর রহমান, শফিউর রহমান ফারাবী, সাদেক আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী। এছাড়া আবুল বাশার নামের আরেকজন জামিন পেয়েছেন। তবে তিনি অন্য মামলায় কারাগারে।

অনলাইন আপডেট

আর্কাইভ