বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

গ্রামাঞ্চলের সকল অজানা তথ্য মফস্বল সাংবাদিকরা জনগণের কাছে সহজে তুলে ধরেন -মৎস্য প্রতিমন্ত্রী

খুলনা অফিস : মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, গ্রাম বাংলার আনাচে কানাচে পড়ে থাকা অনেক অজানা তথ্য রয়েছে। এসব তথ্য একমাত্র মফস্বল সাংবাদিকরা নিপুণভাবে তুলে ধরতে পারেন। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে তিনি বলেন, ডুমুরিয়ার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত প্রেসক্লাবকে আধুনিকায়ন ও গণমুীখ করতে সব ধরনের সহযোগিতা করা হবে। মঙ্গলবার দুপুর ১২ টায় ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিতল ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। 

প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, বেলায়েত হোসেন, মাহাবুর রহমান, সিরাজুল ইসলাম, সাব্বির খান ডালিম, অরুন দেবনাথ, উদয় চক্রবর্তী, জাহিদুর রহমান বিপ্লব, এস রফিক প্রমুখ। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওযামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, সরদার আবু সালেহ, আছফার হোসেন, জোয়াদ্দার, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, অভিজিত কুন্ডু টুটুল। প্রতিমন্ত্রী এ সময়ে প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মানে তাৎক্ষনিকভাবে ২ লাখ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ