শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সবজির দাম কমেনি ॥ বেড়েছে ব্রয়লার মুরগির দাম

স্টাফ রিপোর্টার : রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির কোন কমতি নেই। তবু এখনো বরবটি, করলা, ঢেঁড়শসহ বেশকিছু সবজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। অন্যান্য সবজির দাম কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে। এদিকে দফায় দফায় বেড়ে চলেছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। একইসঙ্গে পাকিস্তানি মুরগির দামও পিস প্রতি বেড়েছে ২০ টাকা। এদিকে পুরনো চালের দাম কেজি প্রতি ২-৩ টাকা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে, গতসপ্তাহের দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। মুদি পণ্য, মাছ ও গোশতের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। তবে সব ধরনের মুরগির দাম  বেড়েছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬৫-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ১৫০- ১৫৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া মাঝারি সাইজের পাকিস্তানি মুরগি ১৭০ টাকা এবং বড় সাইজের মুরগি ২৫০-২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেশি।
এর কারণ জানতে চাইলে সেগুনবাগিচা কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী ইয়াসিন মিয়া বলেন, শীতে মুরগি উৎপাদন কম। অনেক মুরগি খামারে মারা যাচ্ছে। খামারীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা মুরগির দর বাড়িয়ে দিয়েছেন।
হারুন আর রশিদ নামে এক ক্রেতা বলেন, আমি সপ্তাহের বাজার শুক্রবারেই করি। গত সপ্তাহের তুলনায় আজ প্রায় সবজির দাম প্রায় একই রয়েছে। তবে মুরগির দর বেড়েছে।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, ঝিংগা, চিচিংগা, ঢেঁড়শ ও বরবটি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। কেজি প্রতি মূলা ২৫-৩০ টাকা, চাল কুমড়া ৩০-৩৫ টাকা, কচুর লতি ৩৫-৪০ টাকা, পিঁয়াজের  কেজি ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচাকলা ৩০-৩৫ টাকা। এছাড়া প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৩০-৩৫ টাকা; লেবু হালি প্রতি ২০ টাকা; আঁটি প্রতি পালং শাক ২০ টাকা, লালশাক ১৫ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং লাউশাক ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া কালো বেগুন ৪০-৫০ টাকা, প্রতি কেজি শিম ৪০-৫০ টাকা, টমেটো (ইন্ডিয়ান) ৫৫-৬০ টাকা, গাজর ৪০ টাকা, ঢেঁড়শ ৪৫ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, করলা ৫০-৫৫ টাকা, কাকরোল ৪৫ টাকা, শশা ৪৫-৫০ টাকা, আলু ২৮ টাকা এবং পেঁপে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ী শুক্কুর মিয়া বলেন বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় শীতকালীন সবজির দর স্থিতিশীল রয়েছে। এছাড়া মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকার ভেদে প্রতি কেজি রুই মাছ ২৫০-৩৫০ টাকা; কাতলা ২০০-৩০০ টাকা; তেলাপিয়া ১৪০-১৬০ টাকা; ইলিশ কেজি প্রতি ১ হাজার ১০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে প্রতি কেজি স্বর্ণা চাল ৩৮ টাকা; পারিজা চাল ৪০ টাকা; মিনিকেট চাল ৪৬-৪৮ টাকা; বিআর আটাশ চাল ৪০-৪২ টাকা; নাজিরশাইল চাল ৪৮-৫৫ টাকা; বাসমতি চাল ৫৬ টাকা; কাটারিভোগ চাল ৭৪-৭৬ টাকা; হাস্কি নাজির চাল ৪০ টাকা এবং পোলাও এর চাল মানভেদে ৯৫ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা, দেশি আদা ১২০ টাকা, চীনের আদা ১০০ টাকা, দেশি রসুন ২০০ টাকা এবং চীনা রসুন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর গোশত ৪৪০ টাকা এবং খাসির গোশত ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির লাল ডিম ডজন প্রতি ৯৫ টাকা ও দেশি মুরগি ডজন প্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ