ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

বিজয় দিবস হকির ফাইনালে সেনা-নৌবাহিনী

অনলাইন ডেস্ক: মার্সেল বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৭-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে ও দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৫-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। প্রথম সেমিফাইনালে সেনাবাহিনীর পেনাল্টি কর্নার স্পেশালিস্ট খোরশেদুর রহমান তিনটি গোল করেন। এর মধ্যে ছিল দু’টি পিসি ও একটি পেনাল্টি স্ট্রোক। ফরোয়ার্ড মিলন হোসেন করেন দু’টি ফিল্ড গোল, হাসান যুবায়ের নিলয় ও আব্দুল মালেক করেন বাকি দু’টি গোল। বাংলাদেশ নৌবাহিনীর রাসেল মাহমুদ জিমি দুইটি ফিল্ড গোল এবং রোমান সরকার, মাইনুল ইসলাম ও কৃষ্ণ কুমার দাস একটি করে গোল করে দলকে নিয়ে যান ফাইনালে। বিকেএসপি’র সোহানুর রহমান এবং রাজিব দাস একটি করে গোল করে ব্যবধান কমান। 

সোমবার দুপুরে ফাইনাল অনুষ্ঠিত হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ