শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

চাল ক্রয়ের উদ্বোধন

কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের কেশবরুরে সম্পূর্ণ নতুন নিয়মে ৩০ কেজীর বস্তায় খাদ্য গুদামে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম আমীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল ক্রয় কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ রায়হান কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সরদার রাইস মিলের প্রোপ্রাইটর বিষ্ণুপদ দাস, শাহানাজ রাইস মিল মালিক রফিকুল ইসলাম, নুসরাত রাইস মিল মালিক আব্দুল জলিল অহেদুজ্জামান বিশ্বাস প্রমুখ। খাদ্য গুদাম কর্মকর্তা অভিষেক বিশ্বাস জানান, উপজেলার ৩৬ জন মিল মালিক সরকার নির্ধারিত ৩৩ টাকা কেজী দরে ৩০ জুনের মধ্যে ২২৯ মেট্রিক টন চাল খাদ্য গুদামে সরবরাহ করবেন। নুসরাত রাইস মিল মালিক আব্দুল জলিলের কাছ থেকে ৫ মেট্রিক টন চাল কিনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ