শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চুনতীর ১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের শেষ জুমায় মুসল্লীর ঢল

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মাহফিলের শেষ জুমায় মুসল্লীর ঢল নেমেছে। এতদ অঞ্চলের সবচেয়ে বড় এ মাহফিলের শেষ জুমায় প্রতিবছর হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করে থাকে। এদিন বাদে জুমা থেকে শুরু হওয়া অধিবেশনে ‘নবী করিম (সা:) এর জন্ম ও রিসালাত সৃষ্টিকূলের পূর্ণতা সাধন করে।’ বিষয়ে আলোচনা পেশ করেন আধুনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আলেম মাওলানা শফিক আহমদ। সভাপতিত্ব করেন কক্সবাজার দোকান-মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদ। বাদে আছর ‘সাজ-সজ্জা ও পোশাক-পরিচ্ছদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি’ বিষয়ে আলোচনা করেন গারাঙ্গিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা নেজাম উদ্দীন। একই দিন বাদে মাগরিব থেকে শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন, চরম্বা ওসমানাবাদ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল ওফা শমসী। ‘খত্মে নবুয়ত ও মহানবী (সাঃ) এর শ্রেষ্ঠত্ব বর্ণনা, কাদিয়ানী মতবাদের স্বরূপ উন্মোচন’ বিষয়ে আলোচনা করেন দৈনিক ইনকিলাবের সহ-সম্পাাদক মাওলানা ওবাইদুর রহমান খান নছীম নদভী, ‘বায়তুল্লাহ শরীফের মর্যাদা ও তথায় অবস্থিত ‘আয়্যাতে বাইয়েনাত’ এর বিবরণ’ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম কোর্টহিল জামে মসজিদের খতিব মাওলানা নাসির উদ্দীর খাকী, ‘সততা ও আমানতদারিতার মর্যাদা এবং মিথ্যা ও খিয়ানতের ভয়াবহ পরিণতি’ বিষয়ে আলোচনা করেন বায়তুশ শরফ শাহ্ আব্দুল জব্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবদুল হাই নদভী। এ সময় উপস্থিত ছিলেন মরহুম শাহসাহেব কেবলার খাদেম ও মুতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মাওলানা কাজী নাছির উদ্দিন, চুনতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, শাহ্ সাহেব কেবলার দৌহিত্র ও মুতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত ও তৈয়বুল হক বেদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্যেখ্য, এ মাহফিলে প্রতিদিনই উপস্থিত শ্রোতাদের জন্য তাবাররুকের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী ভারত, মিয়ানমার থেকেও ধর্মপ্রাণ মুসল্লীরা মাহফিলে অংশ নেয়।

অনলাইন আপডেট

আর্কাইভ