ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি: রিজভী

অনলাইন ডেস্ক: আগামী ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশ করবে দলটি।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি।

পরে দলটি ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।

বুধবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাবেশ ছাড়াও ওইদিন দেশব্যাপী কালো পতাকা মিছিল ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করা হবে।

ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে নারী ও শিশুর প্রতি সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, গত এক বছরে অন্তত ৩০০ নারী নিহত হয়েছে, আহত হয়েছে পাঁচ শতাধিক। এ সময়ে নারী নির্যাতন বেড়েছে ৭৪ শতাংশ। পাঁচ হাজার নারী ও কন্যাশিশু নির্যাতন এবং ধর্ষণের শিকার হয়েছেন।

রিজভী বলেন, দেশের কোনো মানুষের নিরাপত্তা নেই। পুলিশ নির্ভর অবৈধ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দলনে ব্যবহার করছে।

তিনি আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবি জানান।

রিজভী সরকারের প্রতি আলোচনা করে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়ারও আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ