শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মুশফিক না থাকাটা দলের জন্য বড় ধাক্কা : হাথুরুসিংহে

স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে মাশরাফিদের। তবে এই ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারছে না মুশফিকুর রহিম। কারণ প্রথম ওয়ানডেতেই ইনজুরিতে পড়েছেন দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই চোটে পুরো সিরিজ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এ বিষয়টিকে দলের জন্যে বেশ বড় ধাক্কা বলেই মনে করছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কারণ তিনি মনে করেন, বাংলাদেশের জন্যে তিন ফরমেটেই সেরা পারফরমার মুশফিক। এ নিয়ে গতকাল নেলসনে কোচ বলেন, ‘মুশফিক দীর্ঘ দিন ধরেই তিন সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা পারফর্মারÍব্যাটসম্যান হিসেবে তো বটেই, উইকেটকিপার হিসেবেও। তাকে ম্যাচে না পাওয়াটা অবশ্যই বড় এক ধাক্কা। তবে  খেলোয়াড়দের চোট খেলার অবিচ্ছেদ্য অংশই।’ হ্যামস্ট্রিংয়ের এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত সময় লাগে দুই সপ্তাহ বা তার বেশি। যে কারণে ওয়ানডে-টি-টোয়েন্টি তো বটেই, টেস্টেও মুশফিককে নিয়ে খুব বেশি আশা করছেন না কোচ হাথুরুসিংহে। এ নিয়ে কোচ বলেন, ‘আমাদের অবশ্যই সপ্তাহ দু-এক অপেক্ষায় থাকতে হবে। এর আগে মুশফিকের চোট সেরে গেলে সেটি হবে বাড়তি পাওয়া।’ তবে নেলসনের মাঠে আজকের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ব্যাপারে বেশ আশাবাদি এই কোচ। কারণ এর আগে ২০১৫ বিশ্বকাপে এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। এই মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছিল টাইগাররা। সেই ম্যাচে স্কটিশদের দেয়া ৩১৮ রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়েরর রেকর্ড। কোচ বলেন, ‘ইতিহাস বলছে এই মাঠে আমরা ভালো  খেলেছি। ব্যাপারটা দারুণ উৎসাহব্যঞ্জক, খুব বেশি দিন আগের ঘটনাও নয়। এই দলের বেশির ভাগ খেলোয়াড়ই ওই ম্যাচটায় ছিল। এটা তো তাদের জন্য দারুণ একটা স্মৃতিই।’ নিউজিল্যান্ড সিরিজেরর প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভালো করতে চেয়েছিল টাইগাররা। কিন্তু ইনজুরির কারণে মুশফিকুর চিটকে গেলে তার পরিবর্তে উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান  সোহানের এবার তার বদলে অভিষেক হতে পারে আজ। কারণ ৪৮ ঘন্টা পর স্ক্যান করার কথা থাকলেও অবস্থার একটু উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি মুশফিকের। কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেন, ‘ধারণা করা হচ্ছে দুই সপ্তাহ  খেলতে পারবেন না মুশফিক। তবে মুশফিক মানসিকভাবে অনেক শক্ত আছে। তাই এর আগেও মাঠে নামতে পারে সে।’

অনলাইন আপডেট

আর্কাইভ