ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

জেএসসি-জেডিসি ও প্রাথমিক- ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ আজ

অনলাইন ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং  প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে এসব পরীক্ষার ফলাফল তুলে দেবেন।

পরে বেলা ১২ টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে। এ সময় থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ২৩ হাজার ১৬২ জন ছাত্র এবং ১২ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন ছাত্রী।

জেএসসি-জেডিসি পরীক্ষার পাশাপাশি আজ বেলা পৌনে ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরে করা হবে। পরে সচিবালয়ে বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ী সমাপনীতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জনসহ মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন এবং ছাত্রীর সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন। ইবতেদায়ীতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৩১৯ জন এবং ছাত্রী এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন।

অনলাইন আপডেট

আর্কাইভ