শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিদায় হে শূন্যতা

মোহাম্মদ সফিউল হক


খুব অসহায় লাগে নিজেকে
সত্যি খুব অসহায় ,
কষ্টের ভার বইতে না পেরে
চারপাশের মানুষগুলো
যখন নুয়ে পড়ে হতাশায়।

ব্যথা করে , প্রচন্ড ব্যথা করে বুক
যখন বিষাদের আচ্ছাদনে ঢাকা পড়ে
একের পর এক মুখ।

আর তখন-
প্রায়শই মনে হয়
আর নয় বসে থাকা
সবার তরে সাহায্যের হাত বাড়াই,
চলমান এই দুঃসময়ে
ঘোর অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবীর
একাকিত্ব বোধ করা প্রতিটি মানুষের
পাশে গিয়ে দাঁড়াই ।

সব বাধা তুচ্ছ করে
চলে যাই কাছাকাছি,
তার হাতটা স্পর্শ করে , শক্ত আলিঙ্গনে 
ফিসফিসিয়ে বলি, “পাশে আছি.....”।

অনলাইন আপডেট

আর্কাইভ