শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

জামালপুরে বিদেশী পোষা পাখি বদলে দিয়েছে রাশেদুলের জীবন

জামালপুর সংবাদদাতা : জামালপুরে বিদেশী পোষা পাখি বদলে দিয়েছে রাশেদুল ইসলাম হীরার জীবন। জামালপুর জেলা শহরের উত্তর কাচারি পাড়া চামড়া গুদামের পশ্চিম পাশ্বে রাশেদুল ইসলাম হীরার বাসা। তার বাসা সংলগ্ন মুক্তা পাখি ঘর। সেই ঘরে বিভন্ন রকমের প্রায় শতাধিক বিদেশী পোষা পাখি বিক্রির জন্য খাঁচায় রাখা হয়েছে। পাখিগুলোর কিচির মিচির শব্দে মুগ্ধ করে তোলে প্রতিটি ক্রেতাকে। তিনি তিল তিল করে গড়ে তুলেছেন এই পোষা পাখির ব্যবসা প্রতিষ্ঠান। তিনি জানান, পাঁচ বছর আগে এই ঘরে আনোয়ার হোসেন নামে এক ভদ্র  লোক পাখির ব্যবসা করতো। যার নামকরণ দেয়া ছিল মুক্তা পাখি ঘর। সেই নামের পরিচিতি হিসেব তিনি  এই ঘরে পাখি বিক্রির ব্যবসা শুরু করেন। তিনি দুই মাস যাবৎ এই ব্যবসা শুরু  করেছেন। দুই মাসে তার লাভ হয়েছে প্রায় ১৫হাজার টাকা। তিনি পাখি বিক্রর জন্য লাইসেন্সও করেছেন। যার লাইসেন্স নং- ০০১০৮-০১। দীর্ঘ দিন মালয়েশিয়ায় চাকরি করে নিজ দেশে ফিরে এসে এই পাখি বিক্রি ব্যবসার সাথে  জড়িয়ে পড়েন। তিনি সকলের সহযোগিতা  ও আর্শিবাদ কামনা করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ