শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তান দলে দ্বিতীয় স্পিনার আসগর

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের জন্য পাকিস্তানের হয়ে অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি স্পিনার মোহাম্মদ আসগরের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচটিতে দু’জন স্পিনার খেলানোর সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। সিডনির উইকেট ঐতিহাসিকভাবে কিছুটা স্পিন সহায়ক। আর অজিরা ভারত সফর করার আগে তৃতীয় টেস্টে নাথান লিওনের সঙ্গে ইতোমধ্যে স্টিভ ও’কিফকে দলে ভিড়িয়েছে। এদিকে তৃতীয় টেস্টে যদি আসগর সুযোগ পান তবে, দেশটির বেলুচিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তার জাতীয় দলে অভিষেক হবে। এই সফরে মূলত প্রধান স্পিনার ইয়াসির শাহ’র ব্যাকআপ হিসেবেই তাকে নেওয়া হয়েছিল। পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির হয়ে খেলার সময় নির্বাচকদের নজরে আসেন আসগর। সেই আসরটিতে তিনি ১১ উইকেট নিয়েছিলেন। এছাড়া পাকিস্তান ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফর করেছিলেন তিনি। যেখানে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তিন ম্যাচ সিরিজটি অস্ট্রেলিয়া ইতোমধ্যে ২-০তে জিতে নিয়েছে। ৩ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ