শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম প্লে-অফ ম্যাচ ৪ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার: জেবি বাংলাদশে প্রিমিয়ার ফুটবল লিগ থেকে কোন দল (ফেনী সকার-উত্তর বারিধারা) বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে নেমে যাবে তা নির্ধারণ করতে প্লে অফ ম্যাচের আয়োজন করেছে বাফুফে। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল দুটির পয়েন্ট সমান হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। তাই বাফুফে সিদ্ধান্ত নিয়েছে প্লে অফ ম্যাচের। বঙ্গবন্ধু জাতীয় স্টডিয়ামে প্রথম প্লে অফ ম্যাচটি ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ প্লে অফ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। দুই দলই পে¬ অফ খেলেবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। কোন ম্যাচ কোন দলের হোম তা লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে গত রোববার। ৪ জানুয়ারির ম্যাচে স্বাগতিক থাকবে ফেনী। আর ৭  জানুয়ারির ম্যাচে উত্তর বারিধারা।  বাইলজ অনুযায়ী দুই ম্যাচ পর পয়েন্ট এবং গোল গড় সমান হলে দুই দলের অ্যাওয়ে গোল দ্বিগুণ করা হবে।এরপরেও কোনো সমাধান না হলে দ্বিতীয় লেগের পর অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। আর তাতেও কোনো ফলাফল না হলে টাইব্রেকারে নির্ধারিত হবে কোন দল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাবে। এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে পে¬- অফের মাধ্যমে কোনো দলের স্থান নির্ধারণ হচ্ছে। প্রিমিয়ার লিগের ২২ রাউন্ড শেষে দুই দলের পয়েন্ট ১৮ হওয়ায় বাইলজ অনুযায়ী পে¬ অফ খেলতে হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ