বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আরো কিছু দিন টেস্ট খেলতে চান ইউনিস খান

টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইল ফলক স্পর্শের কাছাকাছি পৌঁছায় আরো কিছুদিন দেশের হয়ে টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করেছেন পাকিস্তানের ইউনিস খান। দীর্ঘ ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী ইউনিস অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিডনিতে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট খেলুড়ে ১১ দেশের বিপক্ষেই শত রান করার নতুন মাইলফলক স্পর্শ করেছেন। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে প্রথম ১০ হাজার রান করা খেলোয়াড়ের মাইলফলক স্পর্শ করতে মাত্র ৩৬ রান দূরে থাকা ইউনিস বলেন ‘তারা চাইলে’ তিনি আরো কিছু দিন পাকিস্তানের হয়ে খেলতে চান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৩৪ তম টেস্ট সেঞ্চুরি পাওয়ার পর ১৭৫ রানে অপরাজিত থাকা ইউনিস সাংবাদিকদের বলেন, ‘সব কিছুই নির্ভও করছে আমার দলের উপড় এবং তারা কি চায়। এটাই আমার কাছে মুখ্য ব্যপার।’ ‘একজন পাকিস্তানী হিসেবে ১০ হাজারি রান ক্লাবে পৌছাটা অনেক বড় অর্জন হলেও বিষয়টা তেমন নয়।’ ‘আপনারা জানেন পাকিস্তানের খেলোয়াড়ই টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করতে পারেন নি। সুতরাং এটা নির্ভর করছে আমার দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) উপড়, তারা কি চায়।’ রানের পরিসংখ্যানে পাকিস্তানের গ্রেটেস্ট ব্যাটসম্যান হলেও নিজকে তেমনটা ভাবতে চান না ইউনিস। তিনি বলেন, ‘নিজকে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে ভাবছি না আমি। এ তালিকায় জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাসরা রয়েছেন। পাকিস্তানে অনেক বড় মাপের ব্যাটসম্যান রয়েছেন। এ তালিকায় আছেন ইনজামাম উল হকও।’  বাসস/এএফপি

অনলাইন আপডেট

আর্কাইভ