শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভিত্তি প্রস্তর স্থাপন

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা: কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা সোহরাওয়ার্দী পার্কের পাশে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম জগলুল হায়দার।
কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, থানা অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা-সজল, উপজেলা মক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ গোলাম ফারুক প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কর্তৃক উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের পর দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এসএম মোমতাজ হোসেন মন্টু।
এলজিইডি এর বাস্তবায়নে মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন নির্মাণে ২ কোটি ৫৫ লক্ষ ৩ হাজার ৮শত ৪৪ টাকা ৩৭ পয়সা চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ