বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

এমন একটা ইনিংস খেলে তৃপ্তি পেয়েছি -সাকিব

স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই ক্যারিয়র সেরা ইনিংস খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারের প্রথম ডাকল সেঞ্চুরিসহ করেছেন ২১৭ রান। তার অনবদ্য ইনিংসই বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছে। নিল ওয়াগনারের বলে ব্যাটের কানায় লেগে সাকিব বোল্ড হন দলীয় ৫৩৬ রানে। আউট হওয়ার আগে ২৭৬ বলে ২১৭ রান করতে ৩১টি চার মেরেছেন সাকিব। এই ইনিংসেই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তিনি। দেশ সেরা এই অলরাউন্ডারের আউটের পর ছুটে এসে তার সঙ্গে হাত মেলান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে তৃপ্ত সাকিব। গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে সাকিব সাংবাদিকদের এমনটাই জানান। সাকিব বলেন, ‘আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করতে পারিনি। টেস্টে ভালো কিছু করাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা তা এখন অব্দি পেরেছি। এমন ইনিংস আমার জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই, দেশের জন্যও তা গুরুত্বপূর্ণ। আর দেশের জন্য ভালো কিছু করায় তৃপ্তি পাচ্ছি। আমার ও মুশফিকের ইনিংসের সুবাদে আমরা এখন ভালো জায়গায় দলকে টেনে নিতে পেরেছি। এটাও আমাকে তৃপ্তি দিচ্ছে। আল্লাহর অশেষ রহমতে আমি এমন একটা ইনিংস খেলতে পেরেছি।’ টেস্টের লক্ষ্য নিয়ে সাকিব বলেন, ‘প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল আমরা আমাদের মতো করে খেলবো। উইকেটও আমাদের সাহায্য করেছে। আমরা পরিকল্পনা মতোই এগিয়েছি। বলের ধরন বুঝে খেলার চেষ্টা করেছি। বারবার নিজেকে বুঝিয়েছি মাথা ঠাণ্ডা করে খেললে রান আসবেই। কিছু কিছু বল কঠিন ছিল। তবে, নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পেরে ভালো লাগছে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন গতকাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বাউন্ডারি মেরে সাকিব নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেন। সাকিব ১৯৯ রানে কলিন ডি গ্র্যান্ডহোমের ওভারে চতুর্থ বলে বাউন্ডারি মেরে স্পর্শ করেন ডবল সেঞ্চুরি। সাকিবের এ ইনিংসে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৭ উইকেটে ৫৪২ রান সংগ্রহ করেছে। এটি সাকিবের ক্যারিয়ার সেরা ইনিংস। তার আগের সর্বোচ্চ স্কোর ছিল ১৪৪ রান। এর আগে বাংলাদেশের আর দুই ব্যাটসম্যানের এ কৃতিত্ব রয়েছে। তারা হলেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে দ্বিশতক হাঁকালেন সাকিব। আগের দিনের করা ৫ রান নিয়ে খেলতে নেমে গতকাল একাই ২১৭ রানের এক ইনিংস খেলেছেন সাকিব। মুশফিকের সঙ্গে জুটিবদ্ধভাবে করেছেন রেকর্ড ৩৫৯ রান। দিনটি রেকর্ডময় হওয়ার পিছনে নাকি কাজ করেছে মাঠে  ঘোষকের একের পর এক ঘোষণা। যা অনুপ্রেরণা যুগিয়েছে বলে দিন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাকিব। সাকিব বলেন, ‘মাইকে নানা রেকর্ডের ঘোষণা আসছিল। অত রেকর্ডের কথা জানাও ছিল না। ঘোষণা শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। আরও সামনে এগোনোর চেষ্টা করেছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ