শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ক্যারিবীয়ানরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বরং সিরিজটি খেলতে ফ্লোরিডাকে বেছে নিতে বলেছে ক্যারিবীয়ানরা। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন, ফাইকার প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলতি বছরের মার্চে ঘরের মাঠে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিল। তবে, ফাইকার নিরাপত্তার উপর ভিত্তি করে তৈরি প্রতিবেদন জানার পরই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সফর বাতিল করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান সফর বাতিলের ফলে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন করে আলোচনা করছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড। আগামী ১৯ ও ২০ মার্চে যুক্তরাষ্ট্রে দুটি টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আলোচনা করছে দুই বোর্ড। ফাইকার রিপোর্টে বলা হয়, বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান সফর নিরাপদ নয়। সেখানে গ্রহণযোগ্য মাত্রার কোনো নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কারণ, পাকিস্তান সব সময়ই পশ্চিমাদের জন্য হুমকি। এমন সন্ত্রাসী হামলাপ্রবণ দেশে সফরকারীদের সফরের আগেই পুনর্বিবেচনা করা উচিত। ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে বন্দ্কুধারীদের হামলার শিকার হয় শ্রীলঙ্কা। এরপর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পক্ষ থেকে পাকিস্তান সফরের বিষয়ে এক প্রকার নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে অনেক অনুরোধ করে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ নারী দলকে পাকিস্তানে নিতে পারলেও এবার হতাশই হতে হলো পাকিস্তানকে। এদিকে, পাকিস্তানে না গেলেও প্রায় চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান। মার্চের শেষদিকে সাত সপ্তাহের ট্যুরে পাঁচটি ভেন্যুতে থাকছে দু’টি টি-২০, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট। শুরুতে তারা হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে (৩, ৫ ও ৯ মার্চ) খেলবে।

অনলাইন আপডেট

আর্কাইভ