বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

শাহজাদপুরে বিশ্বব্যাংকের সহায়তায় দুদকের ৩৬তম গণশুনানি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদাদাতা : গত বুধবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের সহায়াতায় উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে ৩৬তম গণ শুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে মডারেটর হিসেবে দায়িত্বপালন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক প্রধান কার্যালয়ের কমিশনার (তদন্ত) এএফএম আামিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মেরাজ উদ্দিন।
দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মনিরুজ্জামান। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএম আব্দুল আজিজ। ২য় পর্বে পল্লী বিদ্যুৎ,শিক্ষা, স্বাস্থ্য,মাদকদ্রব্য,ভূমি ও রেজিস্ট্রারি অফিস বিষয়ে বেশ কয়েকজন অভিযোগকারী দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। এসময়  দুদক কমিশনার তদন্ত বলেন, ২০১৬ সাল ছিলো সরকারি কর্মকর্তাদের জন্য সতর্কতামুলক বার্তা। কিন্তু ২০১৭ সাল তা হবে না। তিনি অভিযোগকারীদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ