২৬তম জাতীয় যুব হকিতে অংশ নিবে খুলনা জেলা
খুলনা অফিস : দীর্ঘদিন খেলাধুলার অন্যতম ইভেন্ট হকির কোন পর্যায়ে খুলনার অংশগ্রহণ ছিলো না। এক সময়ে হকিতে ভালো অবস্থান থাকা খুলনা জেলা ১৯৮০ সালের পরে জাতীয় বা আঞ্চলিক কোন পর্যায়ে কোন হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। তবে আসন্ন ২৬তম জাতীয় যুব হকিতে অংশ নিবে খুলনা জেলা। আগামী ১৬ জানুয়ারি রাজধানীর মওলানা ভাষানি হকি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হবে। আর ২২ জানুয়ারি নকআউট ভিত্তিক এ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরিদপুর জেলার মুখোমুখি হবে খুলনা। খুলনার নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক জিএম আব্দুল¬াহর তত্বাবধায়নে হকি দলটিকে দিয়েই খুলনা নতুনভাবে আবির্ভুত হতে যাচ্ছে খুলনায়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে জেলা দল অনুশীলন শুরু করেছে। নৌ-বাহিনী স্কুলের হকি দলটি বর্তমানে আন্তঃস্কুল মাদরাসাহ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরিশালে রয়েছে। বরিশাল থেকে দলটি ফিরলেই খুলনার পূর্ণ উদ্যোমে অনুশীলন শুরু হবে।