শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কালীগঞ্জে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কাজীকে এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মাসুম বিল্লাহ (১৭) নামের এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শহরের পৌর এলাকার ফয়লা গোরস্থান পাড়ায় এক বিয়ে অনুষ্ঠানে হাতনাতে আটক কাজীকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ আদেশ দেন। এসময় বর ও কনের পরিবার এবং আত্মীয়-স্বজনরা পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের ফয়লা গোরস্থান পাড়ার তোফাজ্জেল হোসেনের ১৩ বছরের মেয়েকে ঝিনাইদহের এক নছিমন চালকের সঙ্গে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বিয়ে পড়ানোর জন্য হাজির হয় উপজেলার গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাজী মাসুম বিল্লাহ। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে ও মেয়ের পরিবারের অভিভাবক ও আত্মীয়-স্বজন পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়েন কাজী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজী মাসুম বিল্লহকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বাল্যবিয়ে নিরোধ আইনের আওতায় কাজীকে এক মাসের বিনাশ্রম কারান্ড দেয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ