শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইএস হটাতে আরেকধাপ এগোলো ইরাক

১৫ জানুয়ারি, ইন্টারনেট : ইরাক থেকে আইএস হটাতে আরেক ধাপ এগোলো দেশটির বিশেষ বাহিনী। মসুলের পূর্বাঞ্চলে আইএস এর নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ের পূর্ণনিয়ন্ত্রণ নিয়েছে তারা। ২ দিনের প্রচণ্ড লড়াই শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেয় বিশেষ বাহিনীর সদস্যরা। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়টি নিজেদের দখলে নেয় আইএস। এলিট টেরোরিজম কমব্যাট সার্ভিসের এক কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে রাখা রাসায়নিক, বিস্ফোরক দ্রব্য ও গাড়ি বোমা ধ্বংস করা হয়েছে। গেলো বছরের অক্টোবরের মাঝামাঝিতে আইএস দমনে অভিযান শুরু করে ইরাকি বাহিনী।

অনলাইন আপডেট

আর্কাইভ