শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মানবিক ও ঈমানী কারণে শীতার্তদের পাশে দাঁড়ান -মসজিদ মিশন

বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন : প্রচণ্ড শীতে কাঁপছে দেশ। দেশের উত্তরাঞ্চলে স্মরণকালের ভয়াবহ শীতে আড়ষ্ট সাধারণ মানুষ। দল-মত নির্বিশেষে সকল শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। দুঃস্থ মানবতার সেবা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ মসজিদ মিশন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় দুঃস্থদের সাহায্যে সামর্থানুযায়ী পাশে দাঁড়িয়েছে। মানবিক ও ঈমানী দায়িত্বেই শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জনপদের শীতার্ত সহায়-সম্বলহীন অসহায় বনী আদমের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি বিশেষ অনুরোধ করছি। দেশে সকল মসজিদের ইমাম-খতীব ও মসজিদ মিশনের সর্বস্তরের দায়িত্বশীলগণকে নিজ নিজ এলাকায় বিত্তবান ও সামর্থবানদের নিকট থেকে শীতবস্ত্র সংগ্রহ করে অসহায় শীতার্ত মানুষের মাঝে তা বিতরণের জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি।
আল্লাহ তায়ালা বলেন : “তাদের সম্পদে অসহায় ও বঞ্চিতদের জন্য হক বা অধিকার রয়েছে।” (সূরা যারিয়াত : ১৯)
রাসূল (সা.) ইরশাদ করেছেন : “যিনি মানব কল্যাণে কাজ করে মানবতার উপকার করেন তিনিই সর্বোত্তম ব্যক্তি।” আল হাদীস।
আসুন অসহায় শীতার্তদের সাহায্যে সকলেই এগিয়ে আসি। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ