বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

দেখে দেখে

আবদুল হালীম খাঁ

॥ এক ॥
মেয়েটা প্রতিদিন সকালে
লেপতোষক ছাদে রোদে দেয়।
জানালা দিয়ে চেয়ে দেখে দেখে
ইচ্ছে হলো আমার হৃদয়টাও
রোদে দেয়া প্রয়োজন।

॥ দুই ॥
লোকটা পুকুর ঘাটে সাবান দিয়ে
কাপড় সাফ করে। দু’হাতে থুপ থুপ করে
কাপড় কেঁচে ময়লা ছাড়ায়।
আমি দেখি আর ভাবি
আমার শরীরেও তো কত ময়লা।
কেউ যদি আমাকে সাফ করে দিতো!

অনলাইন আপডেট

আর্কাইভ