বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মিডিয়ার বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ সঠিক নয় -নিউ ইয়র্ক টাইমস

২২ জানুয়ারি, নিউ ইয়র্ক টাইমস : ভুয়া খবর প্রকাশ এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা; মূলধারার মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনা এই দুই অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। সদ্য দায়িত্ব নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর্পোরেট মিডিয়ার দ্বন্দে¦র আভাস মিলেছিল সেই প্রচারণার কাল থেকেই।
দিনকে দিন সেই দ্বন্দ্ব জোরোলো হয়েছে। দ্বন্দে¦র সবশেষ বাস্তবতায় ট্রাম্পের শপথের আগ মুহূর্তে খোলা চিঠি লিখে তার কাছে নিজেদের অবস্থান জানিয়েছে মূলধারার সংবাদমাধ্যমগুলো। আর শপথের দিনে সেই সব সংবাদমাধ্যমের কাভারেজে তার অভিষেক অনুষ্ঠানের জমায়েত কমিয়ে দেখানোর অভিযোগ তুলেছেন ট্রাম্প।
পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সাংবাদিকরা তার দূরত্ব তৈরির অপচেষ্টা করছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই দুই অভিযোগ অস্বীকার করেনিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি নিজের সমর্থন প্রদর্শন করতে গিয়ে তার আগের মন্তব্যগুলোকে অস্বীকার করেছেন ট্রাম্প। আগে ট্রাম্পকে বেশ কয়েকবার জনসমক্ষে গোয়েন্দাবিরোধী কথা বলতে দেখা গেছে।
এক সপ্তাহ আগে মার্কিন গোয়েন্দা সম্প্রদায়কে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গেও তুলনা করেন তিনি। অথচ, শনিবার সিআইএ’র সদর দফতরে সেই ডোনাল্ড ট্রাম্পকেই দেখা গেছে অন্য ভূমিকায়। তার অভিযোগ, সংবাদমাধ্যমগুলোই গোয়েন্দা সম্প্রদায়ের সঙ্গে তার দূরত্ব তৈরির চেষ্টা করছে। সাংবাদিকদেরকে বিশ্বের সবচেয়ে অসৎ মানুষদের কাতারের বলে উল্লেখ করেছেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে লোকসমাগম নিয়ে সংবাদমাধ্যমগুলো মিথ্যা খবর প্রচার করেছে দাবি করে তিনি বলেন, ‘শুক্রবার ১৫ লাখের মতো মানুষ সেখানে উপস্থিত ছিল।’
এ সংখ্যাকে মিডিয়াগুলো আড়াই লাখ হিসেবে উল্লেখ করেছে বলে ক্ষোভ জানান ট্রাম্প।তার দাবি, ওইদিন উপস্থিত লোকজনের সারি ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অবশ্য, সেদিন মিডিয়াগুলোর এরিয়াল শটে যে দৃশ্য দেখা গিয়েছিল তা ট্রাম্পের দাবির বিপরীত।
হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারও এক সংবাদ সম্মেলনে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন। তার অভিযোগ, ওইদিন সংবাদমাধ্যমগুলোতে বিশাল ও ফাঁকা জায়গা দেখিয়ে ছবি তোলা ও ভিডিও ধারণ করা হয়েছিল।
সংবাদমাধ্যমের এরিয়াল শটে ট্রাম্পের শপথ আর ওবামার প্রথম মেয়াদের শপথে লোকসমাগমের তুলনা করা হচ্ছিল।
শন স্পাইসার দাবি করেন ‘এবারের অভিষেক অনুষ্ঠানে মানুষের জমায়েত সবচেয়ে বেশি হয়েছে।’
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও তার মুখপাত্র এমন সময়ে বক্তব্যগুলো দিলেন যখন লাখো মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ