বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ট্রাম্পের বক্তব্যে চিন্তিত চীন পাকিস্তান

২২ জানুয়ারি, শুক্রবার শপথবাক্য পাঠের পরেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই বক্তৃতায় চটেছে পাকিস্তান। ট্রাম্প বলেছিলেন, বিশ্বের সমস্ত ইসলামি উগ্রবাদী সংগঠনকে তিনি ধ্বংস করবেন।
ট্রাম্পের এ বক্তব্যের পরই পাকিস্তান চীনের কপালে চিন্তার রেখা দেখা দিয়েছে। গত শনিবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাক্তন সরকারি অফিসাররাও নিজেদের মধ্যে ট্রাম্পের বক্তৃতা নিয়েই কথা বলেন। তাদের অনেকেই মনে করছেন, ‘যেহেতু ইসলামি উগ্রবাদী সংগঠনগুলো ট্রম্পের চক্ষুশূল, তাই তার রোষের মুখে পড়তে পারে পাকিস্তান।’ কেউ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে গোটা বিশ্বের ইসালামিক সংগঠনগুলোও আসতে পারে।’ তবে কেউ কেউ আশাবাদী, প্রেসিডেন্টের চেয়ার বসলে ট্রাম্প হয়তো কিছুটা শান্ত হবেন।
পাকিস্তানের পাশাপাশি কিছুটা আতঙ্কে রয়েছেন চীনের জনগণও। আগামী দিনে চীন আমেরিকা সম্পর্ক থেকে শুরু করে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক, এমনকী তাইওয়ান ইস্যুতে কী পদক্ষেপ করেন ট্রাম্প, সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা।

অনলাইন আপডেট

আর্কাইভ