বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলার আহ্বান চীনের

২৪ জানুয়ারি, রয়টার্স : দক্ষিণ চীন সাগরের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলার ও আচরণ করার আহ্বান জানিয়েছে চীন।
বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনন্দিন প্রেস ব্রিফিংকালে গতকাল মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন মুখপাত্র হুয়া চুনিং।
দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের ওপর চীনের সার্বভৌম অধিকার অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন তিনি।
এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে বলেছে, দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমার কোনো এলাকার অধিগ্রহণ থেকে চীনকে বিরত রাখবে যুক্তরাষ্ট্র।
এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াশিংটনকে ‘যুদ্ধে নামতে হবে’ বলে সতর্ক করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিজেদের জাহাজ, সাবমেরিন ও বিমান দিয়ে এশিয়ায় অবরোধ আরোপের ব্যাপক সামর্থ্য আছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর, কিন্তু চীনের ক্রমবর্ধমান নৌবহরের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ মারাত্মক সংঘাতের ঝুঁকি তৈরি করবে।

অনলাইন আপডেট

আর্কাইভ