শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জামালপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা

জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা ১৮ জানুয়ারি পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জামারপুর সদর মোহাম্মদ ইউনুস মিয়ার  পরিচালনায় জামালপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলার ৭ টি উপজেলার ৮টি থানার পুলিশ কর্মকর্তাগণসহ তদন্ত কেন্দ্রের আইসিগণ এ সময় উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান সারা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ আইন  আইনশৃঙ্খলা রক্ষা কাজে জেলার সকল পুলিশ সদস্যদের আরো মনোযোগী হয়ে দেশের কাজে আত্মনিয়োগ করে জনসেবামূলক কাজে বিশেষ অবদান রাখার নির্দেশ দেন।
এর আগে তিনি জেলার আইনশৃঙ্খলা  রক্ষা কাজে বিশেষ বিশেষ অবদান রাখা, মাদকদ্রব্য, বিস্ফোরক, অস্ত্র উদ্ধার, দাগী ও দণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার- উদ্ধারসহ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করে বিশেষ অবদান রাখায়, শ্রেষ্ট পুলিশ পরিদর্শক হিসাবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানায় কর্মরত ওসি তদন্ত কাজী শাহনেওয়াজ, এএসআই নুরে আলম, এএসআই মো. খাইরুল ইসলাম, এসআই আসাদুল ইসলাম, এবং বকশীগঞ্জ  থানায় কর্মরত একমাত্র পুলিশ কনস্টেবল জুলহাস উদ্দিন, সরিষাবাড়ী থানায় এসআই আসমা খাতুন। তারা প্রত্যেকেই ২০১৬ ইং সালে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল  করাসহ বিশেষ অবদান রাখায় তাদের প্রত্যকের হাতে একটি ক্র্যাশ প্রদান করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান।

অনলাইন আপডেট

আর্কাইভ