শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২০ বছর পর গফরগাঁও সরকারি কলেজে বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে আনন্দ

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে প্রায় ২০ বছর পর বৃহস্পতিবার দুপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. আমির হোসেন। “গণসচেতনতা দুর্নীতি প্রতিরোধে একমাত্র উপায়” এর পক্ষে ও বিপক্ষে দুটি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে কলেজের সাংস্কৃতিক কমিটির আহবায়ক তোফায়েল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন ভূঞাঁ বিভাগীয় প্রধান গণিত, টিচার্জ কাউন্সিলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সার্বিক তত্বাবধানে ছিলেন প্রভাষক রাজিব হোসেন। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসি, তামান্না সুলতান, আখতারুজ্জামান। প্রতিযোগিতায় বিপক্ষ দল ১৩৮ নাম্বার পেয়ে বিজয়ী হয়েছে। আর পক্ষ দল পেয়েছে ১৩৪ নাম্বার। এ কলেজে সর্বশেষ ১৯৯৭ সালে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

শিক্ষা উপকরণ বিতরণ : ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত শতবছরের ঐহিত্যবাহী বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি হাই স্কুলের ১ হাজার ৪৮ জন শিক্ষার্থীর মাঝে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দূর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরনের মধ্যে ৭১৬ জনকে খাতা ও ৯ম শ্রেণীর ৩৩২ জন শিক্ষার্থীকে জ্যামিতি বক্স প্রদান করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান শিক্ষক নূরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ