শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিংগাইরের ফোর্ডনগরে ফার্নিচার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সাভার সংবাদদাতা : মানিকগঞ্জের সিংগাইর ফোর্ডনগর গ্রামে একটি ফার্নিচার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ফোর্ডনগর গ্রামের আকতার ফার্নিচার কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বেশ কয়েকজন আহত হলেও অগ্নিকাণ্ডের ঘটনায় এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বংশী নদীর তীরবর্তী সিংগাইরের ফোর্ডনগর গ্রামে আকতার ফার্নিচারের একতলা বিশিষ্ট টিনশেড কারখানায় আগুন লাগে। মূহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ, সাভার ও মিরপুরের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। এসময় কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দগ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার লিটন আহমেদ জানান, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত নিশ্চিত করতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করলেও এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

অনলাইন আপডেট

আর্কাইভ