ঢাকা, বুধবার 17 April 2024, ০৪ বৈশাখ ১৪৩০, ৭ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ব্রেক্সিটে এমপিদের বিপুল সমর্থন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট শুরু করতে এমপিদের বিপুল সমর্থন পেয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, ব্রেক্সিট আলোচনা শুরু করতে বুধবার পার্লামেন্টে আনা ইউরোপিয়ান ইউনিয়ন বিল ৪৯৮-১১৪ ভোটে পাস হয়। বিলটি পাস হতে প্রয়োজন চিল ৩৮৪ ভোট।

পক্ষে ভোট দিয়েছেন লেবার পার্টির এমপিরাও। তবে বিলের বিরোধিতা করেছে স্কটিশ ন্যাশনাল পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাট নেতৃত্ব।

এখন বিলটি আইনে পরিণত হওয়ার আগে কমনস এবং হাউজ অব লর্ডসে ফের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করে ৩১ মার্চের মধ্যে জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়া সংক্রান্ত লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ কার্যকরের সময় নির্ধারণ করেছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

গত বছর জুনে যুক্তরাজ্যের জনগণ ব্রেক্সিটের পক্ষে শতকরা ৫১.৯ শতাংশ ও বিপক্ষে ৪৮.১ শতাংশ ভোট দেয়।

এদিকে পররাষ্ট্র মন্ত্রী বোরিস জনসন জানিয়েছেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাচ্ছি ঠিক তবে ইউরোপ থেকে নয়।’

অনলাইন আপডেট

আর্কাইভ