শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইপিএলে খেললেই ইংলিশ ক্রিকেটারদের জরিমানা

ক্রিকেট বিশ্বে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসর আইপিএল। কাড়ি কাড়ি অর্থ উপার্জনের হাতছানি। ক্রিকেটারদের সামনে যা ‘লোভনীয়’ও বটে। ভারতের এই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের নামিদামি তারকারা। তবে আইপিএল নিয়ে সোচ্ছার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের এই টুর্নান্টে খেললেই বড় অঙ্কের জরিমানা গুণতে হবে স্টোকস-মঈনদের। এমন তথ্যই দিয়েছে দ্য টেলিগ্রাফ। সামনেই আইপিএলের দশম আসরের নিলাম। সেখানে অনেকেই দলে টানদে চাইবে বেন স্টোকসকে। তবে আইপিএল নিয়ে বেশ কঠোর হয়েছে ইসিবি। জাতীয় দলের সঙ্গে সাংঘষিক কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেললে তা বরদাশত করবে না তারা! খেলোয়াড়দের তা আগেভাগেই জানিয়ে দিয়েছে ইসিবি।  ইসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো ক্রিকেটার আইপিএলে অংশ নিলে প্রতিদিন তাকে গুনতে হবে সাড়ে তিন হাজার পাউন্ড জরিমানা। প্রতিদিন এই হারে জরিমানা গুনলে ইংল্যান্ডের খেলোয়াড়দের জরিমানার পরিমাণ দাঁড়াবে প্রায় এক লাখ পাউন্ড। জরিমানা থেকে আদায়কৃত অর্থ ইসিবি খরচ করবে তাদের ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ