শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বর্ষামুখো আগুন

তাসনীম মোহাম্মাদ

ঘুমের খানিকটা প্রয়োজন ছিল-
লালচে-ফ্যাকাসে চোখ দুটো
জলের স্বচ্ছতায় স্নানরত আকাশের মতো
নিরাপদ একখানা বিছানা অনুভূত
দাঁড়িয়েছিল সারারাত ; ঘুম হয়নি ।
বাতাসের পাখনায় ভর করে
তন্দ্রা’রা দু’একবার উঁকি মারলেও
রবীন্দ্র সরোবরের বিক্ষিপ্ত কোলাহল
মাঝরাতেই ডেকে এনেছে একগুচ্ছ কবিতা।                 
কবিতার প্রয়োজন ছিল না। কেননা-                    
টিএসসি’র জমজমাট চায়ের ধোয়ায়                     
তখনো উপস্থিত ছিল মাতম । সুতরাং
কল্পনাতীত ঘুমের বাড়ি-ঘরে
জ্বলে গেল বর্ষামুখো আগুন ।

অনলাইন আপডেট

আর্কাইভ