আফগান ক্রিকেটের পরামর্শক সিমন্স
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিলিপ সিমন্স।এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজের জাতীয় ক্রিকেট দলের সাবেক ফিলিপ সিমন্স পরামর্শক হিসেবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হলেন।’আরও যোগ করা হয়, কৌশলগত দিকগুলোতে বর্তমান প্রধান কোচকে সহায়তা করবেন সিমন্স।কোচ সিমন্সের অধীনে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব টি-টোয়েন্টি জিতেছিল। এসিবির বিশ্বাস, টিম ম্যানেজমেন্টে অফুরান অভিজ্ঞতাবলে সিমন্স আফগানিস্তানের ক্রিকেটে দারুণ অবদান রাখবেন। সূত্র- এনডিটিভি।