শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল বিজিবি

গতকাল বৃহস্পতিবার বিজিবির সদর দফতর থেকে মহাপরিচালকের পক্ষে জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার ১ম পৃষ্ঠায় “সীমান্তে আত্মরক্ষার্থেই গুলী চালায় বিএসএফ : বিজিবি মহাপরিচালক” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ লিপিতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন-এর মন্তব্য উল্লেখ করে “ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নিজেদের আত্মরক্ষার্থেই গুলী চালায়” মর্মে যা প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলা হয়, প্রকৃতপক্ষে গত ১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাম্প্রতিক ভারতে অনুষ্ঠিত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে বিজিবি মহাপরিচালকের উত্থাপিত প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালকের প্রদত্ত মন্তব্য সাংবাদিকদের জানানÑ যা কোনোভাবেই বিজিবি মহাপরিচালকের নিজের মন্তব্য নয়; এমনকি বিজিবি মহাপরিচালক বিএসএফ মহাপরিচালকের উদ্ধৃতি সমর্থনও করেননি। বরং বিজিবি মহাপরিচালক সীমান্তহত্যা সম্পূর্ণভাবে বন্ধের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।”
নিউজটি সম্পর্কে আমাদের বক্তব্য হলো, আমাদের রিপোর্টার নিউজটি দৈনিক যুগান্তরের ১লা ফেব্রুয়ারি ৫-৩০-এর অনলাইন পোস্ট থেকে সংগ্রহ করে।

অনলাইন আপডেট

আর্কাইভ