শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গত ন’ বছরে খুলনা বিভাগে নতুন শিল্পে বিনিয়োগ বেড়েছে ৯ গুণ

খুলনা অফিস : খুলনা বিভাগে গত নয় বছরে নতুন শিল্পে বিনিয়োগ বেড়েছে ৯ গুণ। স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে এ বিভাগ দ্রুত শিল্পায়নের পথে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতুসহ অবকাঠামোগত উন্নয়নে আরও যত্নশীল হলে এ বিভাগ আশাতীত সাফল্য বয়ে আনতে পারে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ২০০৯ সালে এ বিভাগে ১৯টি শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়েছিল দুই কোটি ৪৫ লাখ ৬ হাজার ৮৯৬ কোটি টাকা। পরবর্তী ৯ বছরে ২০১৬ সালে ২৩৭টি শিল্পে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৩০ লাখ ৫ হাজার ৪৮১ কোটি টাকায়।
সূত্র জানিয়েছে, এই ৯ বছরে দুই হাজার ৯৪৯ জনের স্থলে কর্মস্থান বেড়ে হয়েছে ৪৬ হাজার ৬৫৯ জনে। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর বিনিয়োগসহ সার্বিক স্থিতিশীল পরিবেশ অনেকটা বজায় থাকায় শিল্প বিনিয়োগ দ্রত বেড়েছে। যা স্বাধীনতা-উত্তর যেকোন সময়ের চেয়ে বেশি।
বিনিয়োগের ধারাবাহিক চিত্রে দেখা গেছে, ২০১০ সালে ৩৮টি শিল্পে বিনিয়োগ হয়েছে দুই কোটি ৬৯ লাখ ৮ হাজার ৬৮৬ কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে ১৫ হাজার ৬০৯ জনের। ২০১১ সালে ২৫টি শিল্পে তিন কোটি ১৫ লাখ ৫ হাজার ৮৯২ টাকার বিনিয়েগে কর্মসংস্থান হয়েছে তিন হাজার ৪০১ জনের। ২০১২ সালে ১৯টি শিল্পে ছয় কোটি ৬৮ লাখ ১৮ হাজার টাকার বিনিয়োগে কর্মসংস্থান হয় তিন হাজার ৭১৩ জনের। ২০১৩ সালে ২৩টি শিল্পে চার কোটি ২০ লাখ ৪ হাজার ৫৬০ টাকা বিনিয়োগে তিন হাজার ৪০৫ জনের, ২০১৪ সালে ৩১টি শিল্পে ৬ অনেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে ঘরবাড়ি নির্মাণ করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ