শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সুপ্রীম কোর্ট থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ করতে হবে -ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ করতে হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সংস্কৃতি ও চেতনাবিরোধী সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধ করতে হবে। তা না হলে এ দেশের তাওহিদী জনতা ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
গত শনিবার মানিকগঞ্জে জেলা মজলিসে শূরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানিকগঞ্জ জেলা পুনর্গঠন :  বিকাল ৩টায় জেলা মজলিসে শুরার বৈঠক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ জহির আহমদের সভাপতিত্বে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়। অধিবেশনে ২০১৭-২০১৮ সেশনের জন্যে মাওলানা নুরুল ইসলাম (ফরায়েজী)কে সভাপতি ও মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট জেলা নির্বাহী পরিষদ এবং ১১ সদস্যবিশিষ্ট জেলা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। শুরার বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
২০১৭-২০১৮ সেশনের গঠিত মানিকগঞ্জ জেলা কমিটি গঠন : উপদেষ্টা পরিষদ-মুফতি আব্দুল বাতেন, মাওলানা সাঈদ নুর, মাওলানা মুহাম্মাদ মুসা, মাওলানা ফজলুর রাহমান, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা আব্দুল মালেক, মাওলানা জহিরুল ইসলাম সিদ্দিক, মাওলানা ফজলুল করিম, মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা দ্বীন মুহাম্মদ ও মাওলানা মুহাম্মদ আলী জিন্নাহ।
মানিকগঞ্জ জেলা নির্বাহী কমিটি:- সভাপতি- মাওলানা নুরুল ইসলাম (ফরায়েজী), সহসভাপতি- ডা. জহির আহমদ, মাস্টার আব্দুর রহমান, এড. আবুল হুসাইন, সাধারণ সম্পাদক- মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণসম্পাদক- আব্দুল হান্নান দেওয়ান, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা এম.এ আলম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক- মাওলানা মাহমুদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক- মাস্টার জাকির হোসেন, মাওলানা ইসমাঈল হোসেন খান, মাওলানা খলিলুর রহমান, বায়তুলমাল সম্পাদক- মাওলানা আব্দুল কাদের,  প্রশিক্ষণ সম্পাদক- মুফতি আবুবকর, সমাজকল্যাণ সম্পাদক- মাওলানা ওসমান গণী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক - মাওলানাএম. এ মতিন,  প্রচার সম্পাদক - হাফেজ তানজিল আহমদ,  দপ্তর সম্পাদক- মাওলানা আশিকুল ইসলাম (ছানোয়ার), ওলামাবিষয়ক সম্পাদক - মুফতি আব্দুল করীম, সহ-ওলামা বিষয়ক সম্পাদক- মুফতী হাবীবুর রহমান,  ছাত্রবিষয়ক সম্পাদক- মাওলানা সিরাজুল ইসলাম,  শ্রমিক বিষয়ক সম্পাদক- ফিরোজ হোসেন, সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক -মাওলানা মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য- মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ফজলুল করীম,  মাওলানা ডক্টর গোলাম রাব্বানী,  হাফেজ আব্দুল ওয়াদুদ ও ইঞ্জিনিয়ার যোবায়ের আরশাদ।
ময়মনসিংহ জেলা পুনর্গঠন : এদিকে গত শনিবার সকাল ৯ টায় ময়মনসিংহ শহরস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা খেলাফত মজলিসের শূরার বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান আকন্দ এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদ আলী কাসেমী। অধিবেশনে ২০১৭-২০১৮ সেশনের জন্যে ২৫ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়। সভাপতি- অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি- অধ্যক্ষ মাওলানা জয়নুল ইসলাম, সহ-সভাপতি- মাওলানা এহসানুল হক সরকার, সাধারণ সম্পাদক- মাওলানা সিদ্দিকুর রহমান আকন্দ, সহ-সাধারণ সম্পাদক- কাজী হোসাইন আহমাদ জুবায়ের, সাংগঠনিক সম্পাদক- এডভোকেট রফিকুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক- মুফ্তি জুবায়ের আহমাদ আজাদ, প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক- মোঃ ইনামুল হক আনোয়ার, দপ্তর সম্পাদক- মাওলানা মিছবাহ উদ্দিন, প্রকাশনা সম্পাদক- মাওলানা আব্দুস ছাত্তার, সমাজকল্যাণ সম্পাদক- প্রভাষক মাওলানা আব্দুল করিম, ওলামা বিষয়ক সম্পাদক-মাওলানা আতাউর রহমান, সদস্য- মাওলানা হাবিবুল্লাহ, মোঃ ছোহরাব আলী সিদ্দীকী, মাওলানা মানাজির আহসান খান তাবসীর, এডভোকেট মাওলানা জসিম উদ্দিন, হাফেজ আব্দুল আজিজ, গাজী মোকাররম হোসেন, মাওলানা ছাইফুদ্দিন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আবুল হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ