মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

মীরগঞ্জ ডাকবাংলো ব্রিজ ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ

গাইবান্ধা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজার সংলগ্ন তিস্তার শাখা নালার উপর ডাকবাংলো ব্রিজের মাঝখানে ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পথচারিদের নিরাপত্তা ব্যবস্থায় পৌরসভার পক্ষ হতে একজন কর্মচারিকে পাহারাদার নিয়োজিত রাখা হয়েছে।
স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, একশত বছর পূর্বে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের মীরগঞ্জ নালার উপর ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে অদ্যাবধি ব্রিজটি সংস্কার, পুনঃ মেরামত করা হয়নি। যার কারণে দীর্ঘ ৫ বছর পূর্ব হতে ভারি যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এনিয়ে সড়ক ও জনপদ বিভাগ ব্রিজের দুপাশে সতর্কবাণীর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এরপরও ভারি যানবাহন চলাচল বন্ধ হয়নি। গত এক বছর আগে ব্রিজটির মাঝখানে ধসে যায়। এছাড়া ব্রিজটির র‌্যালিং, পিলার ও পলেষ্টার ধসে এবং ভেঙ্গে গেছে। এরপর থেকে ভারি যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে পড়েছে। শুধু মাত্র রিক্সা, ভ্যান, মোটর সাইকেল, বাই সাইকেল, চলাচল করছে। সুন্দরগঞ্জ উপজেলার সব চেয়ে বড় হাট মীরগঞ্জ। প্রতিদিন হাজার-হাজার পথচারি ওই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে। মীরগঞ্জ বাজারে কমপক্ষে ১০০ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছে। রড, সিমেন্ট, ঢেউটিনসহ যাবতীয় ব্যবসা-প্রতিষ্ঠান মীরগঞ্জ হাটে। গত এক মাস থেকে ব্যবসায়িরা মালামাল বোঝাই ট্র্যাক ব্রিজের উপর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নিতে পারছে না। যার কারণে সুন্দরগঞ্জ উপজেলা শহরে মাল আনলোড করে ভ্যান যোগে দোকানে নেয়া হচ্ছে। ব্যবসায়ী মতিয়ার রহমান জানান- ব্রিজটি ধ্বসে যাওয়ায় মাল নিয়ে আসা যাওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই ব্রিজের কারণেই আমাদের দোকানে মাল নিতে আসছে না। ব্রিজটি নির্মাণ করা অতিব জরুরী হয়ে পড়েছে। পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন জানান- আমি এলজিইডি’র সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন-খুব শীঘ্রই ব্রিজটি নির্মাণ জন্য টেন্ডার আহবান করা হবে। তিনি বলেন- ইতিমধ্যে আমি পথচারিদের নিরাপত্তার জন্য পৌর সভার পক্ষ হতে একজন কর্মচারিকে ব্রিজের উপরে নিয়োজিত করেছি। যাতে করে ভারি যানবাহন চলাচল না করে। উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর জানান-খুব শীঘ্রই ব্রিজটি নির্মাণের ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ