শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঢাকা-সিলেট ও বাইপাস সড়ক অবরোধ করে মানববন্ধনঃ বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ উপজেলার ঢাকা-সিলেট ও বাইপাস সড়ক অবরোধ করে  ভুুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মিরা । নিরীহ এলাকাবাসীর জমি না কিনে জবরদখল করে বালু ভরাট, প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ বিভিন্ন অভিযোগে ভুমিদস্যুদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মির্ াএ কর্মসুচি পালন করে।   কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীকে মুখোশধারীরা হত্যা ও গুমের চেষ্টার প্রতিবাদে বেশ কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ভুমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে আওয়ামী লীগের  বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা  । শুক্রবার বিকেলে উপজেলার ১০টি স্পটে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করেছেন আওয়ামীলীগ নেতাকর্মীসহ হাজার হাজার নারী-পুরুষ। বিক্ষুব্ধদের একটাই কথা ‘‘ জান দেবো, তবুও জমি দেবোনা”।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে  বিশ^রোড, ভুলতা, গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও কাঞ্চন মায়ারবাড়ি, কালনি, গোলাকান্দাইল পেট্রোল পাম্প এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে অবস্থান নেন স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষ। তারা দুটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। এছাড়া ব্রাহ্মণখালী এলাকার ৩’শ ফুট সড়ক, ইছাখালী এলাকার চনপাড়া-কালিগঞ্জ সড়ক, মুড়াপাড়া মঠেরঘাট এলাকা ও ভোলাব স্বর্ণখালী বাজার এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধরা।

অনলাইন আপডেট

আর্কাইভ