শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তান সুপার লিগের ট্রফি উন্মোচন

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের ট্রফি উন্মোচন করা হলো। দুবাইয়ে পাঁচ দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। ট্রফি উন্মোচনে টুর্নামেন্টের ফাইনালটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবে বলে আবারও জানিয়ে দেন শেঠি। ট্রফি উন্মোচনের দিন পরিচয় করিয়ে দেওয়া হয় পাঁচদলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা (করাচি কিংস), ড্যারেন স্যামি (পেশোয়ার জালমি), ব্র্যান্ডন ম্যাককালাম (লাহোর ক্যালেন্ডার্স), মিসবাহ উল হক (ইসলামাবাদ ইউনাইটেড) ও সরফরাজ আহমেদকে (কুয়েট্টা গ্ল্যাডিয়েটর্স)। এদিকে এবারের আসরে ব্যাটসম্যান, বোলার ও উইকেটরক্ষককে বিশেষ ভাবে সম্মাননা দেয়া হবে। এই পুরস্কারগুলোর নামকরণে রয়েছে পাকিস্তানের সাবেক কিংবদন্তিরা হানিফ মোহাম্মদ, ফজল মাহমুদ ও ইমতিয়াজ আহমেদ। আগামী ৯ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। আর লাহোরে ৫ মার্চ আসরের পর্দা নামবে। -ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ