বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় ফ্রেস সয়াবিন ওজন কম দেয়ায় ২ হাজার ২২৬ লিটার তেল জব্দ

খুলনা অফিস : সুপার ফ্রেশ ফোর্টিফাইট সয়াবিনে বোতলে তেলের পরিমাণ কম দেয়ায় খুলনায় ভ্রাম্যমাণ আদালত  অভিযান  চালিয়ে  বিভাগীয় বিক্রয় কর্মকর্তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ হাজার ২২৬ লিটার তেল জব্দ করেছে। গত সোমবার সন্ধ্যায় খুলনা ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ১১৬ স্যার ইকবাল রোডস্থ ফ্রেশ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে এ অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আউয়াল জানান, ইতিপূর্বে আমরা একাধিক বার ফ্রেশ কর্তৃপক্ষকে বোতল জাত তেলে ওজন কম দেওয়ার কথা সতর্ক করেছি।
অভিযানকালে প্রতি দুই লিটার ফ্রেশ তেলের বোতলে ৩০ গ্রাম, তিন লিটারে ৫০ গ্রাম ও পাঁচ লিটারে ১৪০ গ্রাম তেল কম পাওয়া গেছে। অভিযানকালে ৫ লিটারের ১৯২ বোতল, ৩ লিটারের ১০৪ বোতল এবং ২ লিটারের ৪৭৭ বোতল জব্দ করা হয়। এ সময় ফ্রেশের খুলনা বিভাগীয় বিক্রয় কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, বিএসটিআই  এর সহকারী পরিচালক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ