বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করুন -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে শ্রমিকদের প্রায় ২৭ কোটি টাকা মজুরি বকেয়া রয়েছে তা পরিশোধ করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল বুধবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, সোনালী আঁশ নামে খ্যাত পাটশিল্প খুলনা অঞ্চলের ৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় ৪২ সহস্রাধিক শ্রমিক নিয়মিত বেতন না পেয়ে তাদের পরিবার নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন। শ্রমিকরা প্রতিদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাবে কিনা তা নিয়ে হতাশায় রয়েছেন। শ্রমিকদের দুঃখ-দুর্দশায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বর্তমান মজুরি বকেয়া থাকায় শ্রমিক পরিবারগুলোতে চরম অভাব-অনটন চলছে। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। তিনি কারখানাগুলোতে তহবিল ঘাটতিসহ যাবতীয় সমস্যা সমাধানে বাজেটের বড় অংশ পাটশিল্পে বরাদ্দসহ কারখানাগুলো চালু রাখতে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাগজবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে ৪ শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া। নেতৃবৃন্দ এক শোকবার্তায় তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ