শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বঙ্গবন্ধু কাপের শিরোপা জিতলো শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার: মাগুরায় বসুন্ধরা বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল রোববার মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ নৌবাহিনীকে ৫-৪ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আঞ্চলিক এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে শেখ রাসেল। মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরে ও বাইলজের সুবিধায় ফাইনালে চলে আসে শেখ রাসেল। সে ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে সেমি-ফাইনালে সিও জুনাপিও ও মোস্তফা নামের দুই বিদেশী ফুটবলারকে খেলিয়েছিল মোহামেডান। এই টুর্নামেন্টেই তারা কোয়ার্টার ফাইনালে আরেকটি দলের হয়ে খেলেছে। বাইলজে বলা আছে, একজন খেলোয়াড় কোনো দলের হয়ে মাঠে নেমে গেলে সে আর এই আসরে অন্য কোনো দলের হয়ে খেলতে পারবে না। এ ধরনের অনিয়মের জন্য মোহামেডানকে ২-০ গোলে পরাজিত করা হয়। সে সুবাদে ফাইনালে আসা দলটির সাথে সমান তালেই লড়াই করেছে নৌ - বাহিনী। শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় জাতীয় দলের খেলোয়াড় সমৃদ্ধ নৌবাহিনী। তাছাড়া, জাতীয় দলের তারকা মামুনুল ইসলাম, রায়হানদের সঙ্গে বিদেশিও ছিলেন দলে। লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে ফাইনালে ওঠা নৌবাহিনীর বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি রাসেল। নির্ধারিত সময়ের পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে নৌবাহিনীর ওয়েলসন পেনাল্টি শট মিস করেন। শেখ রাসেলের পাঁচটি শটই জালে জড়ায়। ফলে, ৫-৪ ব্যবধানের জয় নিয়ে মওসুমের শেষভাগে এসে শিরোপা ঘরে তুললো শেখ রাসেল।

অনলাইন আপডেট

আর্কাইভ