ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

২০২৪ ইউরো ফুটবলের আয়োজক হতে চায় তুরস্ক

অনলাইন ডেস্ক: ২০২৪ ইউরো ফুটবল টুর্নামেন্টের আয়োজক হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে তুরস্ক। দেশটির ফুটবল কর্তৃপক্ষ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২০১৪ সালের টুর্নামেন্ট আয়োজনের লড়াইয়ে নামার পরও সেখান থেকে সরে দাঁড়িয়েছিল তুর্কীরা। লক্ষ্য ছিল ২০২০ সালের আসরটির আয়োজক হওয়া। সেটি ইউরোপের কয়েকটি দেশ মিলে আয়োজন করার পরিকল্পনা থাকায় আর সম্ভব হয়নি। এখন এককভাবে ২০২৪ সালের টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তুরস্ক।

আজ ইস্তাম্বুলে তার্কিশ ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে আয়োজক হবার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির ক্রীড়া মন্ত্রী আকিফ কাগাতি কিলিচ এবং ফুটবল প্রধান ইলদিরিম ডেমিরোরেন এই ঘোষনাটি দেন।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ