শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সভ্যতা

জুয়েল দাশ

প্রভাতের স্নিগ্ধ আলিঙ্গন আজি রক্তস্নাত
সভ্যতার সংস্কৃতি দ্বিধা-দ্বন্দ্বে অবিরত।
সত্য, সততা বিবেকের বাণী কারাগারে
নিষ্পাপ জীবন হারিয়ে যায় অবিচারে।
প্রেমের আমোদ কখনো ধর্ষিতার পরিচয়,
নারীর আত্ম-বিলাপ যেন বেঁচে থাকার নয়।
স্মৃতিরা বিস্মিত স্থল কিংবা জলপথের দুর্ঘটনায়
শত্রুতার ছলে অনল জ্বলে কারখানায়।
অপরাধীর জবাবদিহিতা গুঁটিয়ে যায়-
রাজনীতি কিংবা পেশীবাহুর আলপনায়।
শ্রমিকের প্রাপ্যতায় ধনীদের ভাগভাটোয়ারা
দরিদ্রের ব্যাংকিং একাউন্ট লুণ্ঠিত শূন্যসারা।
আজব প্রশাসনের দৌরাত্ম্যয় হতাশ প্রকৃত প্রশাসন
নির্যাতিত, নির্বিচারিত শতশত জনগণ।
প্রাণের অস্তিত্ব রক্ষার্থে যাঁরা প্রতিজ্ঞাবদ্ধ
তাঁরাও সভ্যতার নগ্ন বেড়াজালে অবরূদ্ধ।

অনলাইন আপডেট

আর্কাইভ