বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

অশ্বিনের পরেই সাকিব

স্পোর্টস রিপোর্টার :  আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তালিকার শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। আর তৃতীয় স্থানে রয়েছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪৭৮ রেটিং পয়েন্ট সংগ্রহ ভারতের অফস্পিনার-ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিনের। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি হাঁকান সাকিব আল হাসান। হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসে সাকিবের সংগ্রহ ৮২ ও ২২। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সাকিবের সংগ্রহ ৪৪১ রেটিং পয়েন্ট। আইসিসি ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। সাকিবের সংগ্রহ ৬৭০ রেটিং পয়েন্ট। ব্যাটসম্যানের তালিকায় মুমিনুল হক ৩০তম, তামিম ইকবাল ৩২ ও মুশফিকুর রহীমের অবস্থান ৩৩তম। মাহমুদল্লাহ রিয়াদ রয়েছেন ৪৫তম স্থানে। আইসিসি টেস্ট বোলারের র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে শীর্ষে সাকিব আল হাসান। ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় সাকিবের অবস্থান ১৫তম। বাংলাদেশের অপর বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ৩০তম ও অফস্পিনার মেহেদী হাসান মিরাজ রয়েছেন ৪০তম স্থানে। বোলারদের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাদেজা। ৯৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে অস্ট্রেলিযার স্টিভেন স্মিথ। ভারতের বিরাট কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি।

অনলাইন আপডেট

আর্কাইভ