শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শাইনপুকুর ও অগ্রণী ব্যাংক প্রিমিয়ার লিগে

স্পোর্টস রিপোর্টার : ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে শাইনপুকুর চ্যাম্পিয়ন আর রানার্সআপ হয়েছে অগ্রণী ব্যাংক। দুই দলের পয়েন্ট সমান হলেও হেড টু হেড লড়াইয়ে এগিয়ে থাকায় দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে শাইনপুকুর।  চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে দুই দল।

 দুই দলের শেষ ম্যাচটা ছিল শিরোপা নির্ধারণী। সেখানে অগ্রণী ব্যাংককে ৯ উইকেটে হারায় শাইনপুকুর। ফতুল্লার আউটার স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর বোলারদের  তোপের মুখে পড়ে অগ্রণী ব্যাংক। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪০.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয় দলটি। অধিনায়ক জাহাঙ্গীর আলম ১১ রানে ৩টি  ও উসমান গনি ৩৫ রানে নেন ৩ উইকেট। সর্বোচ্চ ৬০ রান করেন জাহিদ জাভেদ। ২৪ রান করেন শামসুর আলম। জবাবে সজীব হোসেনের ৫৪ ও তৌহিদ হৃদয়ের ৪৭ রানে ৩৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।  উদ্বোধনী জুটিতে আসে ১০৩ রান। জাহিদ জাভেদ ১৭ রানে নেন ১ উইকেট। ৯ উইকেটে জয় পায় শাইনপুকুর।

অনলাইন আপডেট

আর্কাইভ