বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফুলবাড়ী কাসাপুকুর গ্রামে আবাদী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন রাস্তা ও কৃষি জমি হুমকির মুখে

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কাসাপুকুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে রাস্তা ও জমি হুমকির মুখে পড়ছে । গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের ফরিদাবাদ কাসাপুকুর এলাকায় গিয়ে দেখা যায়, ঐ গ্রামের মৃত ধজিউদ্দিনের পুত্র মাহাবুবুর রহমান মাজু তার নিজ জমি থেকে রাস্তার কোল ঘেঁষে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছে । এতে জমির পাশে চলাচলের রাস্তাটি এবং পার্শ্ববর্ত জমিগুলো ধসে যাওয়ার উপক্রম হয়েছে। যে কোনো সময় ধসে যেতে পারে ।

 এ বিষয়ে জমির মালিক মাহাবুবুর রহমান মাজুর সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার নিজ জমি থেকে বালু তুলে বিক্রি করছি এতে কোনো নিয়ম-নীতি আছে কিনা তা আমি জানি না। তবে প্রশাসন আমাকে বাধা দিলে বন্ধ করবো । বালু উত্তোলনের বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এহতেশাম রেজা ও সহকারী ভূমি কমিশনার নাসিম আহম্মেদের সাথে কথা বললে তিনি বলে, বালু খনিজ সম্পদ কোনো জমির মালিক তার নিজ জমি থেকে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করতে পারবে না । বিষয়টি ঐ এলাকার ইউনিয়ন ভূমি তহশিলদারকে ব্যবস্থা নেয়ার জন্য বলছি।

অনলাইন আপডেট

আর্কাইভ