শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তমদ্দুন মজলিসের পক্ষ থেকে মাতৃভাষা পদক পাচ্ছেন শফীউদ্দীন সরদার এম আর মাহবুব ও ভাষা শহীদ আবদুস সালাম

ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও বাংলা ভাষার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক প্রদান করা হবে। এ বছর বাংলা সাহিত্যে শফীউদ্দীন সরদার, ভাষা আন্দোলন গবেষণায় এম আর মাহবুব ও ভাষা আন্দোলনে ভাষা শহীদ আবদুস সালাম (মরণোত্তর)কে মাতৃভাষা পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

তমদ্দুন মজলিসের কর্মসূচি

আগামী ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে, ঢাকায়, তমদ্দুন মজলিসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, মাতৃভাষা পদক প্রদান, দেশাত্মবোধক গান, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শফীউদ্দীন সরদার, এম আর মাহবুব ও ভাষা শহীদ আবদুস সালাম (মরণোত্তর)কে মাতৃভাষা পদক প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ