শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিগত সময়ের চেয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে ----মৎস্য প্রতিমন্ত্রী

খুলনা অফিস : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এ তিনটি অপরিহার্য। বিগত সময়ের চেয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে।  
তিনি শনিবার দুপুরে খুলনা ডুমুরিয়া বিয়াম ল্যাবরেটারি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আবু সাঈদ আহমেদ। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দারসহ অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ে ‘মা দিবসের’ অনুষ্ঠানে এবং বিকেল রঘুনাথপুরে মতুয়া মহাসম্মেলনে যোগদান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ